জুলাই সনদের আইনি ভিত্তিতে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

প্রকাশিত: 8:42 am, October 14, 2025 | আপডেট: 8:42 am,

জুলাই সনদের আইনি ভিত্তিতে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী
জুলাই সনদের আইনি ভিত্তিতে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে আগামী নভেম্বরে আলাদা গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে নয়, আলাদাভাবে হতে হবে—এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি।”  সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।

তাহের বলেন, “জুলাই সনদ ও জাতীয় নির্বাচন দুটি ভিন্ন বিষয়। একসঙ্গে ভোট হলে উভয়ের ফলাফল প্রভাবিত হতে পারে, এমনকি কোনো কেন্দ্রে ভোট স্থগিত হলে গণভোটও থেমে যাবে। এজন্য আমরা আলাদা গণভোটের প্রস্তাব দিয়েছি।”

খরচের বিষয়টি প্রসঙ্গে তিনি জানান, “গণভোটে বাড়তি ব্যয় খুব সামান্য হবে—ব্যালট, কালি ও সংশ্লিষ্ট কর্মীদের খাবার বাবদ কিছু খরচ ছাড়া আর কিছু নয়। জাতির একটি গুরুত্বপূর্ণ অর্জনের কাছে এটি বড় ব্যয় নয়।”

বৈঠকে প্রবাসী ভোট, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও মতামত জানায় জামায়াত।

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তাহের বলেন, “প্রবাসীরা জন্মসনদের মাধ্যমেও ভোটার হতে পারবেন বলে ইসি জানিয়েছে। এটি ইতিবাচক পদক্ষেপ।”

ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন কমিশন আরও জানায়, ভোটার তালিকায় ছবির মান উন্নত করা হলে আলাদা জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রয়োজন পড়বে না।

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, “গত ৫৪ বছরে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয়নি। পিআর পদ্ধতি প্রবর্তন করলে কেন্দ্র দখল ও অনিয়মের আশঙ্কা কমবে।”

বৈঠকের পর ইসি জানিয়েছে, গণভোট আয়োজনের সিদ্ধান্ত সরকারের, কমিশন কেবল তা বাস্তবায়ন করবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *