জুলাই সনদ ও আগামীর বাংলাদেশের দর্শন’ শীর্ষক গোলটেবিল ও CGCS ওয়েবসাইট উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আমার দেশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো “জুলাই সনদ ও আগামীর বাংলাদেশের দর্শন” শীর্ষক গোলটেবিল বৈঠক। একই সঙ্গে উদ্বোধন করা হয় সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশনাল স্টাডিজ (CGCS)-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.cgcsbd.com)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CGCS-এর নির্বাহী পরিচালক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতীক মুজাহিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমিক ডিরেক্টর ড. মো. খালেদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন গবেষণা ফেলো মো. তালহা।
প্রধান অতিথি ড. মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামপন্থীদের রাষ্ট্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি। তিনি বাংলা মুসলমানের রেনেসাঁর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন রাষ্ট্রদর্শন নির্ধারণের সুযোগ এনে দিয়েছে। এই দর্শনের ভিত্তি হবে জাতির ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাস।
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ড. শামিম হামিদী, লে. কর্নেল (অব.) আব্দুর আউয়াল, মেন্টর আসিফ, মাওলানা ড. আশরাফ মেহেদী, লে. কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, ড. আরিফুল ইসলাম আপু, কবি মাহমুদুল হাসান নিজামী ও ড. শাফি আহমেদ।
ড. আতীক মুজাহিদ জানান, CGCS তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ করবে—
Visionary Leadership (দূরদর্শী নেতৃত্ব)
Ethical Governance (নৈতিক শাসনব্যবস্থা)
Civilizational Resurgence (বাংলা মুসলমান সভ্যতার পুনরুত্থান)
আলোচনায় বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রদর্শন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে চিন্তাশীল নাগরিক, গবেষক ও তরুণদের এই দার্শনিক আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।