ঝিলমিল আবাসিক প্রকল্পে বিদ্যুৎ ও পানি সংযোগের প্রস্তুতি সম্পন্ন: রাজউক


নিউজ ডেক্স:
বরাদ্দপ্রাপ্তদের দ্রুত ঘর নির্মাণের নির্দেশ, না মানলে জরিমানা ও বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি
ঢাকা, ১৮ জুলাই ২০২৫ — রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পের সেক্টর ১, ২, ৪, ৫ ও ৬-এ বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এছছানুল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ইতোমধ্যে প্রকল্প এলাকায় দুটি সাব-স্টেশনসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের নির্মাণ সম্পন্ন করেছে। পাশাপাশি, ঢাকা ওয়াসাও দুটি ডিপ টিউবওয়েলসহ পানি সরবরাহ লাইন নির্মাণ করেছে।
রাজউক জানায়, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানি সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করবে। তবে, সংযোগ পাওয়ার জন্য বরাদ্দগ্রহীতাকে প্রথমে প্লটের ইজারা বা লিজ দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, বরাদ্দপ্রাপ্তদের রাজউক প্লট বরাদ্দ বিধিমালা ২০২৪-এর বিধি ৯ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে বাড়ি নির্মাণ শুরু করতে হবে। অন্যথায় গৃহীত ব্যবস্থা অনুযায়ী জরিমানা, এমনকি প্লট বরাদ্দ বাতিল পর্যন্ত হতে পারে।
রাজউকের এই পদক্ষেপে প্রকল্প এলাকায় বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ঝিলমিল প্রকল্পে বাসিন্দাদের বসতি স্থাপনের প্রক্রিয়া এবার গতি পাবে।