ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩ | আপডেট: ৯:১৮ পূর্বাহ্ণ,

গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টার।।  ঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ১০ই মার্চ শুক্রবার ২০২৩ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় দূর্যোগ প্রস্তুতি সভা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মোহরা অনুষ্ঠিত হয়।

সে সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সামিয়েল মার্ডি,দুর্যোগ বিষয়ে আলোচনা করেন,ফায়ার সার্ভিস কর্মকর্তা নাসিম ইকবাল,পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি সংযোগ হলে করনীয় সম্পর্কে বিভিন্ন মহরা প্রদর্শন করেন এবং দুযোগ ব্যাবস্থাপনা অফিসের কর্মকর্তা কর্মচারী সহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় প্রায় ২শত মহিলা ও পুরুষের সামনে দূর্যোগ মোকাবিলা মহরা প্রদর্শন করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *