ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

প্রকাশিত: 6:33 pm, August 20, 2025 | আপডেট: 6:33 pm,

ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক অনুষ্ঠানে এই প্যানেল ঘোষণা করা হয়। শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্রার্থীদের নাম ঘোষণা করে শোনান।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু বাকের মজুমদার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন। তাঁরা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন।

এছাড়া সম্পাদকীয় পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন—

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: হাসিবুল ইসলাম

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব

  • কমনরুম–পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মিতু আক্তার

  • আন্তর্জাতিক সম্পাদক: মোহাম্মদ সাকিব

  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: নাহিয়ান ফারুক

  • ক্রীড়া সম্পাদক: আল আমিন সরকার

  • ছাত্র পরিবহন সম্পাদক: ঈসমাইল হোসেন রুদ্র

  • সমাজসেবা সম্পাদক: মহির আলম

  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রেজওয়ান আহম্মেদ রিফাত

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ

  • মানবাধিকার ও আইন সম্পাদক: আনিকা তাহসিনা

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন দিয়েছে এই প্যানেল। তাঁর প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও ওই পদে কোনো প্রার্থী দেয়নি।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, বিএনপি–ঘনিষ্ঠ জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর হামিম বারী হামিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে তিনি প্রশাসনের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের, জিএস প্রার্থী বাকের এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন বলেন, নির্বাচিত হলে তাঁরা শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ আন্তরিক থাকবেন এবং ডাকসুতে গণরুম–গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *