ডা. জোবাইদা রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জের বন্দর থানার যুবদলের উদ্যোগে দোয়া ও মাস্ক বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর থানায় যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে বন্দর স্কুল ঘাট এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বক্তব্যে তিনি বলেন, “ওয়ান-ইলেভেনের সময় চরম নির্যাতনের শিকার হয়েও তারেক রহমান প্রবাসে থেকে ১৬ বছর ধরে দলকে সংগঠিত রেখেছেন। এই দীর্ঘ সময়ে তার পাশে থেকে ডা. জোবাইদা রহমান তাকে অনুপ্রেরণা ও মানসিক শক্তি যুগিয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাই।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করতে হবে। বিএনপির বদনাম যেন কোনোভাবেই না হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকেই প্রার্থী মনোনয়ন দিতে হবে। ব্যবসায়ী বা সুবিধাবাদী শিল্পপতিদের প্রার্থী হিসেবে দেখতে চাই না।” তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে সদর ও বন্দর থানার মধ্যে একটি সেতু নির্মাণ করা হবে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, বর্তমান সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

