ডিসেম্বরে নির্বাচন না হলে, এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

প্রকাশিত: 2:32 am, May 31, 2025 | আপডেট: 2:32 am,

ডিসেম্বরে নির্বাচন না হলে, এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন বলে মন্তব্য করেন। আব্বাস বলেন, ‘তিনি (ড. ইউনূস) জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন- একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই- ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।’



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *