ঢাকার দোহারে হারুন মাস্টার নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত হারুন মাস্টার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া দোহার উপজেলার ঐতিহ্যবাহী বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন তিনি। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।