ঢাকার ৩০০ ফিটে ‘সিনেমাটিক স্টাইলে’ ডাকাতি: সামির চক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: 7:19 pm, November 19, 2025 | আপডেট: 7:19 pm,

ঢাকার ৩০০ ফিটে ‘সিনেমাটিক স্টাইলে’ ডাকাতি: সামির চক্রের চার সদস্য গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: রাজধানীর ৩০০ ফিট এলাকায় অস্ত্রের মুখে ‘সিনেমাটিক স্টাইলে’ বাইক ছিনতাইসহ ভয়ংকর ডাকাতিতে জড়িত কুখ্যাত সামির-তৈয়ব-রানা গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ডিএমপির বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডামি রিভলভার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩০০ ফিটে ব্লগার জিক্সার জিসানের ওপর নাটকীয় ডাকাতির ঘটনাটি শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

 

গোপন সূত্রে জানতে পারে, সামির-তৈয়ব-রানা গ্রুপই ওই ডাকাতির সঙ্গে জড়িত এবং তারা অস্ত্র কেনার জন্য রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

 

গ্রেফতারকৃতরা হচ্ছেন—

 

সানি আহম্মেদ সামির (২১), রংপুর

 

মো. ইমন (২২), নেত্রকোনা

 

মো. রিশাদ (২৩), রংপুর

 

মো. আরিফ হোসেন (২২), বরিশাল

 

 

তাদের বিরুদ্ধে অভিযোগ, রাত নামলেই ৩০০ ফিটের জনবহুল এলাকায় প্রাইভেটকার, মোটরসাইকেল আরোহী ও ভ্রমণকারীদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল ও যানবাহন লুট করত এই সংঘবদ্ধ চক্র।

 

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর মানুষ কিছুটা স্বস্তির জন্য ৩০০ ফিট এলাকায় ভিড় জমায়; আর এই সুযোগেই সক্রিয় হয় ডাকাত চক্রটি। রাতের অন্ধকারে তারা শহরমুখী বা শহরছাড়া পথযাত্রীদের লক্ষ্য করে দ্রুতগতিতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাত।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *