ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরাম আমাকে সম্মাননা দেওয়ায় আমি অভিভূত ও কৃতজ্ঞ


নিজস্ব প্রতিবেদক: মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক সম্মাননা/অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু এদিনের সম্মাননার অনুভূতি ভিন্ন। কারণ নিজ এলাকা, পরিবার-পরিজনের কাছ থেকে পুরস্কার পাওয়ার আনন্দ-স্বাদ একদমই আলাদা।
সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরাম সম্মাননা প্রদান করেছে। যার হাত থেকে সম্মাননা নিয়েছি তিনি আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এয়ার ভয়েস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। নিজ উপজেলা সাংবাদিক পরিবারের কাছ থেকে সম্মাননা পেয়ে আমি অভিভূত, পুলকিত, আবেগ-আপ্লুত। কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মাননা সিলেকশন কমিটিকে।