ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি–ছিনতাই রোধে র্যাব–১১ এর সাঁড়াশি অভিযান
 
									
# দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার
জিয়াসমিন আক্তার রোদেলা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান ডাকাতি ও ছিনতাই রোধে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের বিশেষ সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো— ডাকাতচক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭), সহযোগী মো. সৈকত হোসেন (২৮) এবং মো. হৃদয় (২০)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত সাধারণ যাত্রী, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত। সাম্প্রতিক সময়ে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর র্যাব-১১ একটি গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ সূত্রে জানা গেছে।
 
														 
														
