ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখানে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো সুপারভাইজারের

দেবব্রত দাস দেবু-সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সগিঞ্জ সিরাজদিখান এলাকার ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তারেক বাসটি সুপারভাইজার তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
এ ঘটনায় অন্তত আরও ৭ জন বাস যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা মডার্ন গ্রীন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিরাজদিখান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাসা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-৫০৭৬ যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা যশোর ট ১১-৬২৩৯ ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হক জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম তারেক, তার বাড়ী চুয়াডাঙ্গায়। ৬/৭ জন আহত হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।