ঢাকা -০৪ এ জামায়াতে ইসলামী প্রার্থীর নেতৃত্বে মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদন: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর জুরাইনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুরাইনের রেলগেট এলাকা থেকে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) আসনের প্রার্থী সৈয়দ জয়নাল আবেদীনের নেতৃত্বে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় প্রায় এক হাজারেরও বেশি মোটরসাইকেল অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জুরাইন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শ্যামপুর, দনিয়া, কদমতলী, ধোলাইপাড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
নির্বাচনী শ্লোগানে মুখর এ শোভাযাত্রা চলাকালে সড়কজুড়ে ছিল প্রচার গানের শব্দ ও ব্যানার-পোস্টারের সমারোহ। তবে যান চলাচলে সাময়িক কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন, যা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

