ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের উঠান বৈঠক: শ্যামপুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ

মোঃ আনোয়ার হোসেন: ২৯ নভেম্বর ২০২৫, শনিবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামপুর থানাধীন ৪৭ নং ওয়ার্ডের একতা, সততা, কাশ্মিরী ও বৈশাখী হাউজিং এলাকায় এলাকাবাসীর সঙ্গে উঠান বৈঠক করেন ঢাকা-৪ (শ্যামপুর–কদমতলী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে তানভীর আহমেদ রবিন বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শ্যামপুর–কদমতলী এলাকার উন্নয়ন, সেবা বঞ্চিত মানুষের দাবিদাওয়া পূরণ এবং এলাকার সমস্যাগুলো সমাধানে জনগণের সহযোগিতাই আমার শক্তি।” তিনি জনগণের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা—মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, পানি–বিদ্যুৎ–গ্যাসের সংযোগ সমস্যা, রাস্তাঘাট উন্নয়ন এবং ড্রেনেজ সংকট—সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উঠান বৈঠকে বিভিন্ন বয়সী নারী–পুরুষসহ এলাকাবাসী নেতার কাছে তাঁদের দুঃখ–কষ্ট এবং স্থানীয় সমস্যা তুলে ধরেন। সবাই আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এলাকাবাসীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উঠান বৈঠকটি এক প্রাণবন্ত আলোচনা সভায় রূপ নেয়। শেষে তানভীর আহমেদ রবিন জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

