তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আইনগত বাধার তথ্য নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রয়োজন হলে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, এমনকি নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী থাকবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।” তিনি আরও জানান, দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তারেক রহমানের ওপর নির্ভরশীল, এবং তিনি উপযুক্ত সময়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি মনে করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পারিবারিক পরিস্থিতিকে ঘিরে তারেক রহমানের দেশে ফেরার আলোচনাকে অযথা রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয়। আসিফ নজরুল বলেন, “এটা মা-ছেলের বিষয়। খালেদা জিয়ার নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পূর্বধারণা তৈরি করা রুচিকর নয়।”
সম্প্রতি গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা নতুন করে তীব্র হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি স্ট্যাটাস ঘিরেও প্রশ্ন ওঠে—দেশে ফিরতে তাঁর ‘সব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়’—এ বাক্যটি সম্ভাব্য বাধার ইঙ্গিত দিচ্ছে কি না।
তবে আইন উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন—তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন এবং এ সিদ্ধান্তের নিয়ন্ত্রক তিনি নিজেই। তিনি বলেন, “কখন দেশে আসবেন এবং কী ধরনের পদক্ষেপ নেবেন—এটা তিনি ও তাঁর পরিবারই সবচেয়ে ভালো জানেন।”
সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস আসায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

