তিউনিসিয়া থেকে দোহা—ইসরায়েলি হামলায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য

প্রকাশিত: 9:52 pm, September 9, 2025 | আপডেট: 9:52 pm,

তিউনিসিয়া থেকে দোহা—ইসরায়েলি হামলায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য
তিউনিসিয়া থেকে দোহা—ইসরায়েলি হামলায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। এর সর্বশেষ উদাহরণ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় আকস্মিক এ হামলা চালানো হয়। হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, ওই সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন। হামলার লক্ষ্যবস্তু ছিলেন তারাই।

এর আগে, গত সোমবার তিউনিসিয়ায় গাজামুখী মানবিক সহায়তার বহরে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলার অভিযোগ ওঠে। এছাড়া দীর্ঘ দুই বছর ধরে গাজায় প্রতিদিন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একইসঙ্গে নিয়মিত হামলা করছে লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও।

দোহায় সাম্প্রতিক হামলার ঘটনায় কাতার সরকারের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, “এই অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের চরম লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”

পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ধারাবাহিক এই হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *