তিন বিচারপতির পদত্যাগ; কী আছে ১২ জনের ভাগ্যে?

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ | আপডেট: ৩:১৩ অপরাহ্ণ,

পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি। গতকাল মঙ্গলবার তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন। প্রেসিডেন্ট মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ অনুযায়ী তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগকারী বিচারপতিরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হক। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

তিন বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি বলেছিলেন, অভিযোগ সেটি অনুসন্ধানের পরই জানা যাবে। কী অভিযোগ তা জনসম্মুখে প্রকাশ করাটা আমি মনে করি বিচার বিভাগের জন্য শুভ হবে না। আর এটি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতির ব্যাপার। সেভাবেই দেখতে হবে।

এদিকে রেজিস্ট্রার জেনারেল দফতর সূত্র জানায়, গত ২১ অক্টোবর সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার বিরুদ্ধে সরকার পক্ষের করা রিভিউ পিটিশন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ। এর ফলে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা ফিরে আসে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’-এর হাতে। কাউন্সিল পুনর্জীবিত হওয়ার পর থেকে আলোচনায় আসে চিহ্নিত দুর্নীতিবাজ বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি। অবশ্য এর আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতা দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ দুর্নীতিবাজ ১২ বিচারপতিকে বেঞ্চ না দেয়ার আশ্বাস দেন। এর পরপর প্রধান বিচারপতি দুর্নীতিবাজ চিহ্নিত বিচারপতিদের কয়েকজনকে ‘চায়ের দাওয়াত’ দেন। বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্জীবিত হওয়ার পর প্রথম আলোচনায় আসে পদত্যাগকারী তিন বিচারপতি প্রসঙ্গ। তাদের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদনসহ সদয় সিদ্ধান্তের জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের দফতরে। তার সিদ্ধান্ত আসার আগেই তারা পদত্যাগ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *