তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষে ৫ মিনিট স্তব্ধ কর্মসুচী

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ২, ২০২৩ | আপডেট: ৮:১৯ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র:তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যােগে আজ (১ জুন) বৃহস্পতিবার রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলায় একযোগে ৫ মিনিট স্তব্ধ কর্মসুচীর অংশ হিসেবে রাজারহাট সোনালী চত্বরে সকাল ১১ টার সময় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ রাজারহাট উপজেলা শাখার আহবায়ক ব্যাংকার মোঃ সাজু সরকারের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।

 

উক্ত কর্মসুচীতে অংশ নিয়ে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি তাঁর বক্তব্যে বলেন, চির অবহেলিত উন্নয়ন বৈষম্যের শিকার আমরা রংপুর বিভাগের মানুষরা। এ বৈষম্য দূর করে চলতি বাজেট অধিবেশনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে অর্থ বরাদ্দ করার জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোরালো দাবি জানিয়েছেন।

 

উক্ত কর্মসূচিতে অন্যান‍্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন- রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক, তিস্তা বাঁচাও নদী বাঁচাও স্টান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, সদস্য আব্দুস ছালাম, রাজিকুল ইসলাম, শাহআলম কিরণ, সুমন, আনোয়ারুল ইসলাম, মমতাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ আসাদ হোসেন, যুবলীগ নেতা অজয় কুমার সরকার, রাজারহাট উপজেলা ছাত্রলীগ নেতা জাহানুর আলম সোহেল, রিয়াজুল ইসলাম সহ তিস্তাপাড়ের ভুক্তভোগী মানুষজন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দগণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *