ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে মুক্তিজোটের অভিনন্দন

প্রকাশিত: 11:05 pm, December 11, 2025 | আপডেট: 11:05 pm,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে মুক্তিজোটের অভিনন্দন

২০২৬ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারীর ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।
আজ (বৃহস্পতিবার) সন্ধায় এক বিবৃতিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশের জন্য কঠোর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে তাঁরা বলেন- তফসিল ঘোষণা নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তাঁরা আরও বলেন ক্ষমতার অপব্যবহার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং কালো টাকার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *