ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে সাহেল আহম্মেদ সোহেলের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: 1:20 am, December 29, 2025 | আপডেট: 1:20 am,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে সাহেল আহম্মেদ সোহেলের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাহেল আহম্মেদ সোহেল। সোমবার রাজধানীর  রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় কমিশনারের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় সাহেল আহম্মেদ সোহেল বলেন, ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-৪ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *