ত্রিশালে কবি নজরুলের স্মরণে উপজেলা প্রেসক্লাবের উৎদোগে ৪৯তম প্রয়াণ দিবসে দোয়া ও আলোচনা

প্রকাশিত: 7:16 pm, September 1, 2025 | আপডেট: 7:16 pm,

ত্রিশালে কবি নজরুলের স্মরণে উপজেলা প্রেসক্লাবের উৎদোগে ৪৯তম প্রয়াণ দিবসে দোয়া ও আলোচনা

মোঃ আব্দুল কাদের , স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ত্রিশালের আয়োজনে বাসস্ট্যান্ডের নজরুল কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম(এম ফিল) ।

 

সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল এবং সঞ্চালনা করেন সম্মানিত সদস্য-১ নাজমুল হাসান জীবন। বিশেষ আলোচক ছিলেন সরকারি নজরুল একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম কামরুল হাসান।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক হানিফ আকন্দ,সম্মানিত সদস্য নুরুল আমিন দারা, আবু বক্কর ছিদ্দিক, আসাদুল ইসলাম মিন্টু, আবু রায়হান সজিব, মোস্তাকিম বিল্লাহ রাজু প্রমুখ।

 

স্মরণসভায় প্রধান আলোচক জনাব রাশেদুল আনাম (এম ফিল) বলেন, কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক অসাধারণ প্রতিভা। তিনি বৈচিত্র্যময় জীবনের অধিকারী ছিলেন এবং তার সৃষ্টি ও কর্মের মাধ্যমেই আমরা তা অনুভব করি।

 

বক্তারা আরও বলেন,“কাজী রফিজউল্লাহ দারোগার অবদান না থাকলে হয়তো নজরুলের প্রতিভা জাতীয়ভাবে স্বীকৃতি পেত না। আসানসোল থেকে ত্রিশালের কাজী শিমলা গ্রামে নিয়ে এসে তিনি নজরুলের প্রতিভা বিকাশে ভূমিকা রেখেছিলেন।”

 

অনুষ্ঠানের সভাপতি সারোয়ার জাহান জুয়েল তার বক্তব্যে বলেন, জাতীয় কবির প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ত্রিশালে যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তা কবির প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের উদাহরণ।

 

সবশেষে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *