ত্রিশালে হাদীর খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ 

প্রকাশিত: 9:41 am, December 20, 2025 | আপডেট: 9:41 am,

ত্রিশালে হাদীর খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ 

 

মোঃ আব্দুল কাদের : ময়মনসিংহের ত্রিশালে নিহত শরীফ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ত্রিশাল সরকারি নজরুল কলেজ গেট প্রাঙ্গণে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন প্রতিবাদী কণ্ঠ। তাকে নির্মমভাবে হত্যা করে খুনিরা আজও বিচার এড়ানোর চেষ্টা করছে। বক্তারা অভিযোগ করেন, খুনিরা দেশের বাইরে অবস্থান করে আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সেক্রেটারি ড. প্রভাষক মাহফুজুর রহমান। তিনি বলেন, “একজন নিরপরাধ মানুষকে হত্যার পর খুনিরা যদি বিচারের বাইরে থাকে, তাহলে তা সমাজে ভয়াবহ নজির স্থাপন করবে। রাষ্ট্রকে অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

 

এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আলম, ছাত্র নেতা মারুফ আহমেদ এবং জুলাই আন্দোলনের নেতা মানিক। তারা সবাই হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

সমাবেশ শেষে শহীদ হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ। এ সময় উপস্থিত জনসাধারণ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একাত্মতা প্রকাশ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *