ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 7:20 am, August 18, 2025 | আপডেট: 7:20 am,

ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:  ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আজ ১৭ আগস্ট ২০২৫, রোজ রবিবার—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাইম আল হাসান, শাকিল আহমেদ, রিফাত মাহমুদ, জয় হাসান ও আসিফ মিয়া। তারা বলেন—বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আজকের এ দিনে আমরা তার জন্য দোয়া করি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।

 

ছাত্রদলের নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তরুণ প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। আগামীর দিনগুলোতে ছাত্রদল ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *