দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্কঃ
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। জয়ের লক্ষ্যে ৩০২ রান তাড়া করতে নেমে দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দুইটি হাফ-সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহগড়ে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।