দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়া দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদটি বিএনপি অফিসিয়াল সূত্রে ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় মহল থেকে শোক প্রকাশসহ দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের শোক ঘোষণা করেছে; দলীয় প্রধান কার্যালয়সহ জেলা ও সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি প্রধান কার্যালয় সহ জেলা কার্যালয়গুলোতে কোরআনখানি ও ফাতেহা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে দল।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন এবং দলের একজন প্রতিকী নেত্রী হিসেবে দেশের রাজনীতিতে দীর্ঘসময় সক্রিয় থেকেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।