দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করতে ইসির নির্দেশ

প্রকাশিত: 9:45 am, December 14, 2025 | আপডেট: 9:45 am,

নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করতে ইসির নির্দেশ
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করতে ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ মাঠ পর্যায়ের সব নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার নির্বাচন পরিচালনা শাখা থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসে নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। এসব নথি ও মালামালের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা রক্ষা করা অত্যাবশ্যক। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট নির্বাচন অফিসগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য নির্দেশনা দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *