দোলাইপাড় মোড়ে সার্জেন্টদের দায়িত্বহীনতায় তীব্র যানজট

স্টাফ রিপোর্টার : ইউনুস হোসেন রনি:দক্ষিণবঙ্গের প্রায় ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজধানীর দোলাইপাড় মোড় এখন পরিণত হয়েছে যানজটের স্থায়ী আবাসস্থলে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মোড়ে দীর্ঘ যানজট লেগে থাকে, আর এর মূল কারণ হিসেবে উঠে এসেছে ট্রাফিক সার্জেন্টদের দায়িত্ব অবহেলা।
সরেজমিনে দেখা গেছে, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দোলাইপাড় মোড় পর্যন্ত রাস্তার পাশে বিভিন্ন পরিবহন সংস্থার গাড়ি যাত্রী তোলার নামে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এতে প্রধান সড়কে যানবাহনের সারি লেগে যায়, অথচ দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টরা ঘটনাস্থলে থেকেও চোখ বন্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দোলাইপাড় মোড়ে কর্মরত সার্জেন্ট শামীম, জহিরুল, সোহরাবসহ কয়েকজন নিয়মিতভাবে বিভিন্ন পরিবহন মালিক ও চালকদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করে থাকেন। বিনিময়ে তারা সড়কে অবৈধভাবে গাড়ি থামিয়ে যাত্রী তোলার সুযোগ দেন।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, সার্জেন্টদের এই দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে প্রতিদিন হাজারো যাত্রীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমনকি ট্রাফিক ডিসি অফিসের নির্দেশ ও সতর্কবার্তাও এই সার্জেন্টদের কাছে অগ্রাহ্যই থেকে যাচ্ছে।
দায়িত্বে অবহেলা ও দুর্নীতির এই চিত্র শুধু দোলাইপাড় নয়, বরং পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা ও শৃঙ্খলাহীনতার স্পষ্ট প্রতিফলন। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট সার্জেন্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে এই যানজটের দুর্ভোগ আরও বাড়বে।

