ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সাথে সাংবাদিকদের কুশল বিনিময়

প্রকাশিত: 11:09 am, November 24, 2025 | আপডেট: 11:09 am,

ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সাথে সাংবাদিকদের কুশল বিনিময়

রনজিৎ সরকার রাজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু’র সাথে সম্প্রতি বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে একান্ত আলাপচারিতায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সে সময় বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের নেতৃত্বে ছকিম উদ্দিন, আরমান আলী, মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম মিলন, রেজা মোহাম্মদ তৌফিক, সবুজ, নাজমুল ইসলাম, রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যনার্জি, মোয়াজ্জেম হোসেন, গোকুল রায়, বিকাশ ঘোষ,মোজাম্মেল হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয়তাবাদী দলীয় ঘোষিত প্রার্থী আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন বিএনপি একটি বৃহৎ দল তাই এখানে তুমুল প্রতিযোগিতা থাকাই স্বাভাবিক, তাতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, দলীয় সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।

 

দিনাজপুর-১ আসনে ধানের শীষ মার্কার গণজোয়ার উঠেছে ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই হবে। সবাই আমাদের সাথেই ছিল এবং আছে। আমাদের কোন কোন্দল নেই, সবকিছুই প্রচার প্রচারণার অংশ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *