নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময়


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যশী বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু তার নিবাচনী এলাকায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও জন সংযোগ করেছেন।
শনিবার (১৪ জুন) বিকালে তিনি বিএনপি চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার, মধুগুড়নই, পাঁচুপুর কালিবাড়ি বাজার, মালিপুকুর,গুড়নই, জগদাশ বাজার, বৈঠাখালী,থলওলমা, বুড়িগঞ্জ বাজার,নবারেতাম্বু, জয়সাড়া -খোন্জর বাজার সহ পাঁচুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ও বাজারের সর্বস্তরের নারী-পুরুষের সাথে মত বিনিময় করেন।
সফরকালে আনোয়ার হোসেন বুলু সকল শ্রেণী মানুষের খোঁজ খবর নেন এবং সুখ দুঃখের কথা শুনেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
তিনি স্থানীয় নেতাকর্মী , সমর্থক ও সাধারণ মানুষের কাছে বিএনপি নেতৃত্বের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। বীর মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপি’র প্রাথী হিসেবে ৯ম জাতীয় সংসদ নিবাচনে অংশ গ্রহণ করেছিলেন।
তিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচনীএলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন।
ঈদ উপলক্ষে তার এ জনসংযোগ সফরকে এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। জনসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাবেক যুব দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামূলবারী রন্জু, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বিশ্বাস, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান, মোঃ সেন্টু, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ সাইদুর রহমান, আব্দুল, মহিলা দলের নেত্রী মেরিনা বেগম, রানী নগর বিএনপি নেতা মোঃ জাকির হোসেন সহ আত্রাই বিএনপির সকল সহযোগী সংগঠন ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।