নড়াইলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে ফায়ার সার্ভিসের মোহড়া প্রদর্শন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩ | আপডেট: ৭:৩৪ অপরাহ্ণ,

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে লোহাগড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুলিশ ও স্থানীয় জনগণের মাঝে অগ্নি মোহড়া প্রদর্শন করা হয়েছে।

 

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: সোহাগ উজ্জামানের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনগণের মাঝে অগ্নি মোহড়া প্রদর্শন করা হয়েছে।

 

এ প্রদর্শনীতে তেলের আগুন নির্বাপন, গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন, অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার, বৈদ্যুতিক আগুন লাগলে করনীয়, ভবনে আগুন লাগলে করনীয়, দূর্ঘটনা ঘটলে করণীয়সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, ওসি তদন্ত মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ লোহাগড়া থানার পুলিশ কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীগণ ও স্থানীয় লোকজন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *