নরসিংদীতে শিশু কিশোররা নিজেরাই নিজেদের বলৎকারের শিকার হচ্ছে
মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি:::
বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুদের উপর বলৎকারের ঘটনা। সম্প্রতি, এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নরসিংদী সদর শিলমান্দী ইউনিয়নে।সূত্র মতে জানা যায় মোঃ রাশেদ মিয়া ( ১৮ ) পিতা মোঃ কবির হোসেন, মোঃ
জনি মিয়া (১৩ ) পিতা মোঃ মোস্তফা মিয়া, মোঃ হাসান মিয়া ( ১৪ ) পিতা মোঃ হারুন
মিয়া। আরও অজ্ঞাতনামা ২/৩ জন। তারা উভয়েই শিলমান্দী ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি ঘটে কবির হোসেন এর ডেকোরেটর দোকানে, এলাকা বাসি জানায় রাশেদ তার বাবার ডেকোরেটর দোকানে প্রায় সময়ই আড্ডা দিতো। অনৈতিক কর্মকান্ডের বিষয়টি
সবার অজানা থাকলেও তারা নিজেরাই বলৎকারের দৃশ্য ভিডিও করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। টনক নড়ে ওঠে সচেতন মহলের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এবিষয়ে গণমাধ্যম কর্মী কবির হোসেনের সাথে কথা বললে তিনি জানান আমার ছেলে যা
করেছে এটা আমারা সামাজিক দরবারে সমাধান দিবো। এখানে থানা পুলিশ ও সাংবাদিকের কোনো দায়িত্ব নেই। জনি মিয়ার পিতা মোস্তফা মিয়ার সাথে জানতে চাইলে তিনি বলেন আমি ভয়ে কিছু বলতে পারছি না,রাশেদ জনিকে ভয়ভীতি দেখিয়ে একাজ করেছে এবং কারো কাছে বললে প্রাণে মেরে ফেলবে।
অপরদিকে দ্বীন ইসলাম এর পরিবারে গিয়ে কবির হোসেন হুমকি দিয়ে আসে,এলাকাবাসী জানায় এর আগেও জনি মিয়া এক প্রতিবন্ধী মেয়ের শ্লীলতাহানি করে, সামাজিক ভাবে তার বিচার হয়। এহেন কর্মকাণ্ডে আতংকিত এলাকাবাসী রাশেদ চক্রে যেনো আর কোনো পরিবারের ক্ষতি না হয় এর জন্য নরসিংদী জেলা প্রশাসনের দৃষ্টির দাবি জানায়।