নরসিংদীর আকাশে বার বার চক্কর দেয় উড়োজাহাজ অতঃপর

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৪ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ণ,

মোঃ তালাত মাহামুদ- বিশেষ প্রতিনিধি::

নরসিংদীর বেলাব এলাকার আকাশে একটি উড়োজাহাজ অন্তত ২০ বার চক্কর দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই উড়োজাহাজ দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে থাকলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

সোমবার (২৪ জুন) দিনগত গভীর রাতের এ ঘটনায় অনেকে বেলাব থানা পুলিশকে ৯৯৯ নম্বরে ফোন করে অবগত করেন।

বেলাব থানায় দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) ইফাত হোসেন সাংবাদিকদের বলেন, উড়োজাহাসটি চক্কর দিতে থাকলে ৯৯৯ এর মাধ্যমে থানায় স্থানীয় লোকজন ফোন দিয়েছিলেন। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশন বা এয়ারলাইন্স থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

এ বিষয়ে মঙ্গলবার সকাল ৯টায় বেলাব থানার ওসি মো. আজিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, রাতের উড়োজাহাজের বিষয়টি অবগত নন, তিনি জেনে জানাবেন।

তবে বিমানটি রাত দেড়টার কিছু আগে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বলে সাংবাদিকদের জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, বিজি ১২৭ ফ্লাইটটির চট্টগ্রাম থেকে আবুধাবি যাওয়ার কথা ছিল। উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ার কারিগরি ক্রুটি নিয়ে এটি ঢাকায় অবতরণ করে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে, নরসিংদীর বেলাবো এলাকার আকাশে উড়োজাহাজটি মধ্যরাতে ২০ বার চক্কর দিয়েছে।

দীর্ঘ সময়জুড়ে আকাশে চক্কর দেওয়ার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় নিরাপদে অবতরণের প্রস্তুতি হিসেবে সেটি আকাশে উড়ছিল। নিয়ম অনুযায়ী কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মেনে সব জ্বালানি পুড়িয়ে অবতরণের জন্য সেটি নরসিংদীর আকাশে চক্কর দিচ্ছিল।

ওই কর্মকর্তা বলেন, কারিগরি ক্রুটি দেখা দেওয়ার পর পাইলটরা টাওয়ারকে জানালে নিয়ম অনুযায়ী জরুরি অবতরণের আগে উড়োজাহাজের সব জ্বালানি খালি করতে বলা হয়। পরে জরুরি অবতরণের জন্য সব প্রস্তুতি নেয়া হলে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে যানাযায়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *