নাজিম খান উচ্চ বিদ্যালয়ে নব গঠিত গভর্নিং কমিটির সদস্যদের বরন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ২:৩০ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের রাজাহাটে নাজিম খান উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত গভর্নিং বডি সদস্যদের বরণ এবং ২৬শে মার্চ উপলক্ষে পুরুস্কার বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার নূরে তাসনিম।

নূরে তাসনিম তার বক্তব্যে জানান,ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল।

উক্ত পুরুস্কার বিতরণ শেষে
প্রতিটি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস করতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। যেমন উপবৃত্তি প্রদান, সরকারের অধীনে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে।

এছাড়াও তিনি অভিভাবক দের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে একটু খোঁজ খবর রাখবেন।কারন বর্তমানে মাদকসেবীদের উৎপাত বেড়েই চলেছে,যাতে আপনার সন্তান কোন ভাবেই যেনো মাদকের সাথে সরকার বিরোধী কাজে চাঁদাবাজী এসব বিভিন্ন কাজে জরিয়ে না পরে।সেদিকে সজাগ থাকতে হবে এবং এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আব্দুল মালেক পাটোয়ারী (নয়া) চেয়ারম্যান, নাজিম খান ইউনিয়ন পরিষদ।

আরো উপস্থিত ছিলেন,
আকবর আলি সরকার সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা। ইউপি সদস্য মোঃ ফজলুল হক নাজিম খান ইউনিয়ন পরিষদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাইফুল ইসলাম, আমিনুল ইসলাম,আনিচুর রহমান সহ সকল নাজিম খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দগণ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,আইয়ূব আলী অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নাজিম খান উচ্চ বিদ্যালয় ও কলেজ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *