নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল নির্মাণ কে কেন্দ্র করে পিতা ও পুত্রের হুমকির মুখে খোকন, থানায় অভিযোগ

প্রকাশিত: 5:40 am, May 28, 2025 | আপডেট: 5:40 am,

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল নির্মাণ কে কেন্দ্র করে পিতা ও পুত্রের হুমকির মুখে খোকন, থানায় অভিযোগ

বিশেষ প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর পিতা ও পুত্রের বিরুদ্ধে আতাউর রহমান খোকন কে দেখে নেওয়া সহ বিভিন্ন রকম হুমকি দামকির দেওয়ার অভিযোগ উঠেছে।গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ গোয়ালবন্ধ কাশীপুর এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে আতাউর রহমান খোকন বলেন, আমি নিরাপত্তা ও বিচার এর জন্য থানা এসে একটা অভিযোগ করি। বার বার স্বাধীন হয়ে স্বাধীনতা হীনতায় ভুগতেছি। মোঃ সাজ্জাদ হোসেন জয় বাংলা ক্লাবের সেক্রেটারী আওয়ামীলীগ এর দায়িত্বশীল একজন নেতা এবং তার পিতা মোঃ আহসান উল্লাহ উক্ত বিবাদীদ্বয় ও আমার বাড়ী পাশাপাশি। তাহারা আমার জমিতে দেয়াল নির্মাণ করিতে পায়তারা করিয়া আসিতেছে। এখনো তারা প্রভাব বিস্তার করে আসছে।

বিবাদীদের দেওয়াল নির্মান করার পূর্বে আমাদের বিল্ডিংয়ের ফাঁকা রাখিয়া দেয়াল নির্মান করিতে বলিলে সে আমার কথায় রাজি হয়। গত ২৬ তারিখে আমি ঢাকা থেকে বাসায় আসিলে আমার ছেলে সংবাদ দেয় যে বিধাদীদ্বয় আমার জানালা ঘেসিয়া দেওয়াল নির্মান করিলে আমারা তার কারণ জিজ্ঞেস করিলে। তাহারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতঃ বলে যে বেশী বাড়াবাড়ি করিলে বিপুল টাকা খরচ করিয়া তকে মার্ডার করিয়া ফেলিবো বলে হুমকি প্রদান করে। আমি উক্ত ঘটনায় নিরাপত্তাহীনতায় ভূগতেছি বিধায় আমার নিকটস্থ ফতুল্লা থানা এসে অভিযোগ করি।

তিনি আরো জানান, আমার সাথে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলিতেছে। আমি ওদের নির্যাতনে স্বীকারে বসবাস করতে হুমকির মুখে কাল যাপন করছি। এ বিষযে ফতুল্লা মডেল থানার ওসি জানান, আমরা অদন্ত করে ব্যবস্থা নিবে। অপরাধী যেই হোক অভিযুক্ত প্রমাণিত হলে আমরা মামলা নিবো।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *