নারায়ণগঞ্জে আলমগীর হোসেন হত্যার বিচার দাবিতে স্বজনদের মানববন্ধন

প্রকাশিত: 12:08 pm, October 13, 2025 | আপডেট: 12:08 pm,

নারায়ণগঞ্জে আলমগীর হোসেন হত্যার বিচার দাবিতে স্বজনদের মানববন্ধন

শাহ কামাল সবুজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে সালিশ বৈঠকের নামে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা আলমগীর হোসেনের (৪৬) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

 

সরেজমিনে জানা যায়, গত ৩ আগস্ট পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বন্দর থানার সালেহনগর বাড়ৈপাড়ার পারভেজের গাড়ির গ্যারেজে শালিশ বৈঠকের নামে ডেকে নেয়া হয় আলমগীর হোসেনকে। সেখানে আসামিরা তাকে হাতুড়ি দিয়ে পেটায় এবং দেয়ালে মাথা ঠেকিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

পরে নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় প্রায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।

 

পিবিআই মামলাটি হাতে নিয়ে জুয়েল (৩৮) ও আনজু (৪০) সহ তিনজন আসামিকে গ্রেফতার করে। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ইসলাম জানান, মামলাটি বর্তমানে পিবিআই’র তদন্তাধীন। তারা ইতোমধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে, বাকিরা পলাতক।

 

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পিবিআই অফিসার জাহিদ হোসেন বলেন, “আসামিদের অবস্থান শনাক্তে কাজ চলছে। আশা করছি, অচিরেই বাকিরা গ্রেফতার হবে।

 

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, বিপিএম বলেন, “মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তিন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদেরও খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। হত্যাকারীরা যেখানেই থাকুক, পিবিআইর জাল এড়িয়ে যেতে পারবে না।

 

অন্যদিকে, আলমগীর হত্যার দ্রুত বিচার ও সব আসামির গ্রেফতারের দাবিতে মানববন্ধনে অংশ নেন বন্দর থানা শ্রমিক দলের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মসু, যুগ্ম আহ্বায়ক সানজিদ আলম ব্যাপারী এবং শ্রমিক দলের সহসভাপতি আশরাফুল ইসলাম।

 

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, আলমগীর হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *