নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি: শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’ আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার

প্রকাশিত: 1:50 pm, November 18, 2025 | আপডেট: 1:50 pm,

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি: শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’ আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ২০টি মামলার আসামি রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ নানা আলোচিত মামলার আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গোয়েন্দা নজরদারী ও ধারাবাহিক অভিযানের ফলে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনগণের আস্থা অর্জন করেছে সংস্থাটি।

 

কি ঘটেছিল সেইদিন: প্রাথমিক অনুসন্ধান ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেল ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে গুই রাকিবের লোকজন। কয়েকদিন আগে রাকিব ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে লোকমান ১ লাখ টাকা দিতে বাধ্য হন। এরপর পুনরায় বাকি ৪ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করতে শনিবার দুপুরে রাকিব ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে এলাকায় প্রবেশ করে।

 

লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তার ডান পায়ে লাগে। তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

 

র‍্যাবের অভিযান: ঘটনার পর র‍্যাব-১১ দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর ভোর ৪টায় রূপগঞ্জের মাছিমপুর এলাকায় রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রাকিবের বয়স ২৪ বছর। তিনি মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

গ্রেফতারের পর রাকিবকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছে র‍্যাব-১১।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *