নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক পদে প্রথম স্থান অর্জন, শুভেচ্ছায় সিক্ত মোঃ জাহিদ হোসেন

আনোয়ার হোসেন: নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক পদে নির্বাচনে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ জাহিদ হোসেন। ফলাফল ঘোষণার পর রবিবার (২২ ডিসেম্বর) সকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রিয় বন্ধু এডভোকেট তপন ও ব্যাংকার মুকুল।
এই আন্তরিক সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ। এমন সাফল্যের মুহূর্তে আপনজনদের পাশে পাওয়া সত্যিই সৌভাগ্যের। তপন ও মুকুল যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা হৃদয় ছুঁয়ে গেছে।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জ ক্লাবের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনে তাঁর এই সাফল্যে শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং আশা করছেন, তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাব আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।