নারায়ণগঞ্জ ফতুল্লা ইউঃ বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত


নারায়নগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপরপ্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা। আজো সেই প্রেরণা কে লালন করে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ মে) ফতুল্লা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে, ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে রান্না করা তাবারক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, হাজী বিল্লাল হোসেন, মান্নান পায়েল, কাজী নূরে আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল হোসেন রতন, এনায়েত নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাসির প্রধান, সাবেক ছাত্রনেতা সীমান্ত প্রধান প্রমুখ।