নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

প্রকাশিত: 9:33 am, October 26, 2025 | আপডেট: 9:33 am,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) ১ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের বিষয়টি জানানো হয়। সেপ্টেম্বরের শুরুতেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, তিনি অস্থায়ীভাবে নাসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান, যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন।

ড. আব্দুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। ফলে তাঁর এ নিয়োগ ঘিরে প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে প্রেস সচিব শফিকুল আলম এসব আলোচনা প্রত্যাখ্যান করে বলেন,

“আমার ভাই একজন যোগ্য সরকারি কর্মকর্তা। জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তাঁর নিজের যোগ্যতাতেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। আমি কোনওভাবেই নিয়োগে প্রভাব খাটাইনি।”

তিনি আরও যোগ করেন,

“গত ১৫ মাসে আমি কারও পদোন্নতি বা নিয়োগে প্রভাব বিস্তারের চেষ্টা করিনি। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,

“নছর সাহেবকে প্রেস সচিবের ভাই হিসেবে নয়, প্রশাসনিক প্রয়োজনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় অনেককেই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।”

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলেও প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *