নারায়নগঞ্জে অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাড়ে “আজ আছি কাল নাই ব্যানারে” ছিন্নমূল অসহায় শীতার্তদের মধ্যে আজ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করেন দৈনিক “আজ আছি কাল নাই” সাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক শাহ কামাল সবুজ।
শীতবস্ত্র বিতরণে যারা উৎসাহ ও সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম জনাব মোস্তফা কামাল রাশেদ (নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার) জনাব, তারিক মেহেদী (এ এস পি ক্রাইমজোন নারায়ণগঞ্জ) জনাব, সাইফুল ইসলাম (ইউএনও রূপগঞ্জ) শরিফুল ইসলাম ভুঁইয়া (সচিব, তারাব পৌরসভা)
শীতের প্রকোপ বাড়তে না বাড়তে আগাম শীতবস্ত্র পেয়ে অসহায় দুস্থ: মানুষেরা খুবই উৎফুল্ল ছিল।

