নির্বাচনমুখী জুলাই ঘোষণাপত্র: “শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 12:39 am, August 11, 2025 | আপডেট: 12:39 am,

নির্বাচনমুখী জুলাই ঘোষণাপত্র: “শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রোদেলা: নির্বাচনকে সামনে রেখে “শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস এনডিজে’র উদ্যোগে গতকাল শনিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ আলোচনা সভা হয়।

 

সভায় বক্তারা শহীদদের ত্যাগের সঠিক মূল্যায়ন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় শহীদদের আত্মত্যাগ ছিল মহান অনুপ্রেরণা, যা আজও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক।

 

অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। আলোচকরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু নির্বাচন, এবং শহীদদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

 

সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *