নির্বাচনী চ্যালেঞ্জে সারাদেশে ৬.৫ লাখ আনসার মোতায়েন: মহাপরিচালক

গাজীপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশের ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে তিনি বলেন, নির্বাচনী নিরাপত্তা জোরদারে অতিরিক্ত এক লাখ ৮০ হাজার নতুন আনসার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।
মহাপরিচালক আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা আনসার সদস্যদের সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা হয়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
আনসার সদস্যদের প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। “প্রশিক্ষণে যারা টিকে থাকবে, তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার যোগ্য বিবেচিত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার।

