নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না: নবীউল্লাহ নবী


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের কোনো অপচেষ্টাই সফল হবে না। যারা এ ধরনের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী (আংশিক) থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, “বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনমনীয় নেতৃত্বের নাম। তার আপসহীন সংগ্রামী মনোভাব দেশের মানুষকে বারবার গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে অনুপ্রাণিত করেছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্ব এখনো প্রয়োজন।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে নবীউল্লাহ নবী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জামানত হারানোর ভয়ে নির্বাচন বিলম্বিত করতে ‘পিআর পদ্ধতিতে’ ভোটের প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, “নির্বাচন নিয়ে এ ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।”
অনুষ্ঠানে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।