নেছারাবাদে ফেরি চালাচ্ছে খালাসি! ইঞ্জিন বিকল হয়ে চলাচল বন্ধ
স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধিঃ ইঞ্জিন বিকল হয়ে পিরোজপুরের স্বরূপকাঠি ইন্দেরহাট ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এ রুটের ফেরিটি সড়ক ও জনপথ বিভাগের খালাসি পদে মাস্টার রোলে নিয়োগ দেয়া মোঃ শাহীন মিয়া মাত্র এক সপ্তাহ ধরে চালানোর দ্বিতীয় দিন গত চার মে প্রথম ডান পশের ইঞ্জিনটি নষ্ট হয় পরে গতকাল দশ মে সকাল ৮টায় দিনের প্রথম ট্রিপের সময় বাম পাশের অপর ইঞ্জিনটিও বিকল হয়ে বর্তমানে চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে শাহীন মিয়া নিজেকে ফেরির ড্রাইভার পরে গ্রীজার থেকে পদোন্নতির মাধ্যমে ড্রাইভার হয়েছেন বলে দাবি করে, অপর এক প্রশিক্ষণার্থী ভাউচার স্টাফ সোলায়মানকে প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানান। পরে মুঠোফোনে তিনি স্বীকার করেন, মাস্টার রোলে অস্থায়ী হিসাবে খালাসি পদে চাকরি করছেন। কর্তৃপক্ষ তাকে দিয়ে ফেরি চালাচ্ছেন।
পিকআপ চালক মঞ্জুরুলসহ যাতায়াতকারীদের অভিযোগ আগের ফেরি চালক আরিফ হোসেনকে সরিয়ে অদক্ষ চালক দিয়ে ফেরি চালানোয় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ফেরি ঘাট দেয়ার সময় জোরে ধাক্কা দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন ক্ষতিগ্রস্ত হয় প্রতিনিয়ত।
এ বিষয়ে পিরোজপুর সওজের সাবেক দ্বায়িত্ব প্রাপ্ত এসও মোতালেব জানান, পিরোজপুরে ফেরি চালকের অভাব রয়েছে। বেশির ভাগ চালক অবসরে চলে গেছে তাই মাস্টার রোলের এসব লোক দিয়ে ফেরি চলাচল সচল রাখা হয়েছে। শাহীন মাস্টার রোলে খালাসি পদে আছে কিন্তু সেই ফেরি চালাচ্ছে।
এ বিষয়ে সওজ পিরোজপুরের এসডিই মোঃ ওয়াহিদুজ্জামান মুঠোফোনে জানান, শাহীন অন্য পদে চাকরি করলেও তাকে ফেরি চালানো শিখানো হয়েছে সে স্বরূপকাঠি ইন্দেরহাট রুটে ফেরি চালাচ্ছে। চালক সংকটের ফলে অন্য পদের লোকবল দিয়ে ফেরি চালানো হচ্ছে। যান্ত্রীক ত্রুটির কারণে বর্তমানে ফেরি চলাচল বন্ধ আছে।
এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী পিরোজপুর তানভির আহমেদ বলেন, স্বরূপকাঠি ইন্দেরহাট ফেরি সম্পর্কে আমি কিছুই জানিনা। মাস্টার রোলে খালাসি পদে চাকরি নেয়া লোক দিয়ে ফেরি চালানোর পরে ইঞ্জিন বিকল হওয়া ও ফেরী বন্ধ থাকার বিষয় খোঁজ নিয়ে জেনে মন্তব্য করবো।