নেত্রকোণায় জমিয়তের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 2:58 pm, July 26, 2025 | আপডেট: 2:58 pm,

নেত্রকোণায় জমিয়তের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
মানবাধিকারের নামে পশ্চিমা গোলামী জিঞ্জির গলায় পরতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ। আমার দেশ, আমাদের সিদ্ধান্ত। এর ভালোমন্দ আমরাই ঠিক করব। এতে কারো নাক গলানোর সুযোগ নেই।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারাদেশে আজ ২৫ জুলাই শুক্রবার বাদ জুমআ বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন জেলা-মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা জমিয়ত আয়োজিত বড়বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে ক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি মুফতি মো: তাহের কাসেমী। হাফেজ আবুল কাশেম ও আব্দুল হাদী ফরাজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হোসাইন রাহমানী, জেলা সাধারনসম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রুহুল আমীন নগরী, মোহনগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, পুর্বধলা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম,
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, যুব জমিয়ত নেতা মাওলানা আরমান হোসাইন বাকী,
জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসাইন ইফতি প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন, তথাকথিত জাতি সংঘের মানবাধিকার কার্যালয় বাংদেশের জনগণ চায়না।
আফজাল রাহমানী বলেন, জনগণ এই সরকারকে বিদেশিদের সাথে চুক্তি করার ম্যান্ডেট দেয়নি, তাই দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন।
রুহুল আমীন নগরী বলেন, জনগণ ড. ইউনুসের বিরুদ্ধে ফুঁসে উঠলে পালানোর পথ পাবেননা। ধর্মপ্রাণ জনতা সরকারের দেশ বিরুধী যেকোন সিদ্ধান্ত রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটি জুলাইবিপ্লবের ডাক দেয়া হবে তবুও দিল্লী ও মার্কিনীদের সেবাদাস হতে দেয়া হবেনা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *