নেত্রকোনার দুর্গাপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ

প্রকাশিত: 3:03 am, July 27, 2025 | আপডেট: 3:03 am,

নেত্রকোনার দুর্গাপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ, আলোচনা সভা, ঔষধ বিতরণ, সুদবিহীন ঋণ ও প্রতিবন্ধী কার্ড প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।

 

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। আলোচনায় অংশ নেন ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, জামায়াত ইসলামী দুর্গাপুর শাখার আমির মো. আব্দুর রাজ্জাক ও বিএনপির সাবেক সভাপতি এম.এ. জিন্নাহ।

 

বক্তারা বলেন, মানবিকতা, সহমর্মিতা ও নাগরিক সচেতনতা বাড়াতে ‘জুলাই পুনর্জাগরণ’ একটি সময়োপযোগী উদ্যোগ। তারা দুর্গাপুরের শহীদদের স্মরণে সড়ক ও স্থাপনাগুলোর নামকরণ করার দাবি জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *