নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আব্দুল মান্নান এর শারীরিক সুস্থতা কামনায় সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল

নোয়াখালীথেকে : নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা আব্দুল মান্নান ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় সেনবাগে এক হৃদয়স্পর্শী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মো : জুয়েল।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে মহান আল্লাহর নিকট আব্দুল মান্নান ভাইয়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মী আব্দুল মান্নান এর জন্য দোয়া করেন, যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের পাশে ফিরে আসতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মমিন উল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো. মফিজুর রহমান (ভিপি মফিজ), উপজেলা বিএনপির সদস্য মাস্টার মোক্তার হোসেন ইকবাল, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মো. ফখরুল ইসলাম টিপু, সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন জুলেট, যুবদল নেতা মামুন মেম্বার, বিএনপি নেতা মহিন উদ্দিন মহিন, যুবদলের নেতা আবদুস সাত্তার ও আনোয়ার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

