পটুয়াখালীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সাপ্লাই এন্ড সেলস সোসাইটি


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া সাপ্লাই এন্ড সেলস সোসাইটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল দশটায় পৌর শহরের এতিমখানাস্থ এবিএম মোশাররফ হোসেনের নিজস্ব অফিসে এ শুভেচ্ছা এবং নবনির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার এবং কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কেন্দ্রীয় যুবদল নেতা মো.মহসিন, সংগঠনের নবনির্বাচিত সদস্য এবং উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, নাসির উদ্দীন রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সংগঠনের সদস্য মো.ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য মিজানুর রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান, মো.জিয়াউর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, একটা সময় কলাপাড়ায় এই সমবায়ের আওতায় ম্যাচ ফ্যাক্টরি, অটো রাইচ মিল, সোসাইটি সিনেমা হলসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। এর ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। তিনি আরও বলেন, একটা দেশকে এগিয়ে নিতে সমবায়ের বিকল্প নেই। চীন, জাপান সহ উন্নত দেশগুলো এই সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।