পদ্মা সেতু থেকে প্রায় ৪০০ কোটি টাকা টোল আদায়

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩ | আপডেট: ৯:০৩ পূর্বাহ্ণ,

শাহ মোয়াজ্জেমঃ   গত ছয় মাসে পদ্মা সেতু থেকে প্রায় ৪০০ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। পদ্মা সেতু চালুর পর ২৬ জুন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৯৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে সেতু পারাপার হয়েছে ২৭ লাখ ৩৭ হাজার ৫৯০টি যানবাহন। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে সেতু পারাপার হয়েছে ১৪ হাজার ৭১৮টি যানবাহন। আর প্রতিদিন গড়ে টোল আদায় করা হয়েছে ২ কোটি ১২ লাখ ৫১ হাজার ৯১৭ টাকা।

পদ্মা সেতু থেকে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা এবং বছরের শেষ মাস ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬০ কোটি ১ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *