পবিত্র হজ পালনকালে হাজীদের মৃত্যুতে “মুক্তিজোটের” শোক প্রকাশ

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৪ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক ::::

পবিত্র হজ পালন কালে হাজীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না। পবিত্র হজ পালন কালে পরলোকগমনকারী হাজীদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

প্রঙ্গতঃ মঙ্গলবার (১৮ জুন) সৌদি আরব সূত্রে হজ সম্পর্কিত বাংলাদেশ হজ অফিস ঢাকার হেল্পডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজযাত্রীরা হলেন– নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার আলী ইমাম ভুঁইয়া (৬৫) ও মো. শাহ আলম (৭৭), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩), কিশোরগঞ্জের সুফিয়া খাতুন (৬২) ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার মো. সোলাইমান (৭৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহজাদ আলী (৫৫), রংপুরে তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪) এবং মো. আলমগীর হোসেন খান (৭৩)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *